ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে আটকা ছোট্ট শিশু, মুখে দেওয়া হচ্ছে পানি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ধ্বংসস্তূপে আটকা ছোট্ট শিশু,  মুখে দেওয়া হচ্ছে পানি (ভিডিও)

শক্তিশালী ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। বহু ভবন ভেঙে পড়েছে।

বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে হতাহত হয়েছেন।  

সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এখনও উদ্ধারকাজ চলছে।  

তুরস্কের পাশাপাশি অন্যান্য দেশের উদ্ধারকারী দল উদ্ধারকাজে অংশ নিয়েছে। অনেক দেশ তুরস্ক ও সিরিয়ায় সহায়তা সামগ্রী পাঠাচ্ছে।

সোমবারের ভূমিকম্পে ধ্বংস হওয়া ভবনের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারে আশা ক্ষীণ। তবুও কাউকে কাউকে জীবিত উদ্ধার করছেন উদ্ধারকারীরা।  

ধ্বংসস্তূপের ভেতর পর্যন্ত পৌঁছানো বেশ দুরূহ। পাশাপাশি প্রতিকূল আবহাওয়াও রয়েছে। তবুও উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর মধ্যেই ধ্বংসস্তূপে চাপা পড়া এক ছোট্ট শিশুকে জীবিত পাওয়া গেল। সিরিয়ান এই শিশুটির নাম মোহাম্মদ। তুরস্কের হাতায় প্রদেশে একটি ভবনের নিচে চাপা পড়েছে সে।  

ভূমিকম্পের পর ৪৫ ঘণ্টা পর তাকে জীবিত পেয়েছেন উদ্ধারকারীরা। এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা শিশুটি বোতলের ক্যাপ দিয়ে মুখে পানি তুলে দিচ্ছেন। আর শিশুটি পানি খাচ্ছে।

ভবনের নিচ থেকে তাকে বের করে আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।