যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর ও জাতিসংঘের সাবেক দূত ঘোষণা দিয়েছেন যে, তিনি দেশটির ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন।
টুইটারে প্রচারণামূলক এক ভিডিওতে তিনি বলেন, এখন পেছনে আটকে রাখার সময় নয়। এখন শক্তিশালী ও গর্বিত আমেরিকার সময়।
গেল নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দেন। হ্যালি প্রেসিডেন্ট নির্বাচনে দল থেকে দ্বিতীয় কোনো রিপাবলিকান প্রার্থী হতে যাচ্ছেন। হ্যালি তৃতীয় কোনো ভারতীয় আমেরিকান যিনি প্রেসিডেন্টের মনোনয়ন চাইছেন।
Get excited! Time for a new generation.
— Nikki Haley (@NikkiHaley) February 14, 2023
Let’s do this! ? ?? pic.twitter.com/BD5k4WY1CP
২০২১ সালে তিনি বলেছিলেন, তিনি হোয়াইট হাউজের জন্য লড়বেন না। তবে গত কয়েক মাসে তিনি মত পাল্টেছেন। তিনি উল্লেখ করেন, প্রজন্মগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
২০২১ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার সময়ে ট্রাম্পের অবস্থান নিয়ে সমালোচনা করেন নিকি হ্যালি। ওই হামলার পর দিন তিনি এক ভাষণে বলেন, নির্বাচনের দিন থেকে এই পর্যন্ত তার আচরণের বিচার ইতিহাস কঠোরভাবে করবে।
আন্তর্জাতিক ডেস্ক: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আরএইচ