ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুলি করে ইউক্রেনের ড্রোন নামালো মস্কো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
গুলি করে ইউক্রেনের ড্রোন নামালো মস্কো প্রতীকী ছবি

ইউক্রেনীয় একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। ড্রোনটি সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ৪০০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ড্রোনটি ভূপাতিত করার পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববারের (২৬ মার্চ) এই ড্রোন ভূপাতিতের ঘটনায় বরাবরের মতো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। ড্রোন দিয়ে বেসামরিক স্থাপনায় হামলার বিষয় অস্বীকার করেছে দেশটি।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে শত শত ড্রোন মোতায়েন করেছে মস্কো।

রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বলছে, স্ট্রিজ-টাইপ (টিউ-১৪১) ইউএভি ড্রোনটি বিস্ফোরকে ভর্তি ছিল। রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে বিমান প্রতিরক্ষার মাধ্যমে এটি নামিয়ে আনা হয়।

ড্রোন ভূপাতিত হলে ওই শহরে একটি বড় গর্ত সৃষ্টি হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনকে হামলা চালানোর চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।