ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, সেপ্টেম্বর ১৯, ২০২৫
ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বৃহস্পতিবার, চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে হেলিকপ্টারটির সামান্য হাইড্রোলিক সমস্যা দেখা দেয়।

ফলে, পাইলটরা পূর্ব নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে বিমানটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করা হয়।  

তিনি জানান, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে গন্তব্যে পৌঁছেছেন।

যান্ত্রিক ত্রুটির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ২০ মিনিট দেরিতে স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছান।  

সূত্র: বিবিসি ও ফক্স নিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।