দামেস্কের নিকটবর্তী একটি গ্রামাঞ্চলে যে বিমান হামলা হয়েছে সেটি ইসরায়েল থেকে করা হয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। দেশটির দাবি, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো গোলান মালভূমির দিক থেকে এসেছিল।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (৩০ মার্চ) রাতে বিমান হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে এ হামলা চালানো হয়।
জেরুজালেম পোস্ট’র প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের গ্রামাঞ্চলের একটি অবস্থানকে লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরে কয়েকটি ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করা হয়।
হামলার এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার অভিযোগ বা হামলার ঘটনায় কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। এ ছাড়া দেশটির প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমজে