উত্তর প্রদেশে আর কোনো মাফিয়া বা অপরাধী শিল্পপতিদের আর হুমকি দিতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার এমনটি বলেছেন।
কথিত গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাইয়ের হত্যাকাণ্ডে রাজ্যের আইন ও শৃঙ্খলা নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই তিনি এমন মন্তব্য করলেন।
লক্ষ্ণৌ ও হরদোই জেলায় টেক্সটাইল পার্কের জন্য এক শিল্পগোষ্ঠীর সঙ্গে সমঝোতা স্মারকক সই কর্মসূচিতে যোগী এই মন্তব্য করেন।
তিনি বলেন, এখন পেশাদার কোনো অপরাধী বা মাফিয়া ফোনে শিল্পপতিদের হুমকি দিতে পারবে না। এ সময় শ্রোতারা হাততালি দেন।
মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশ ছিল দাঙ্গার জন্য কুখ্যাত। অনেক জেলার নাম শুনেই লোকজন ভয় পেত। এখন আর ভয় পাওয়ার প্রয়োজন নেই।
গেল শনিবার রাতে একটি হাসপাতালের সামনে টিভিতে লাইভে থাকার সময় কথিত গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাইকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ তাদের চিকিৎসা করতে হাসপাতালে নিচ্ছিল।
বৃহস্পতিবার আতিক আহমেদের ১৯ বছর বয়সী ছেলে আসাদকে হত্যা করে উত্তর প্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
আরএইচ