সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গেল কয়েকদিন ধরে সংঘাত চলছে।
দুই পক্ষ আগামী এক-দুই সপ্তাহের মধ্যে অস্ত্রবিরতিতে যেতে পারে।
টিভি চ্যানেল আল-শার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ আবুল ঘেইত বলেন, সুদানে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে একটি অস্ত্রবিরতি হতে পারে।
তার মতে, এই সংঘাতে সুদানে লোকজনের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিরোধ সেখানকার গোটা অঞ্চলের জন্যই হুমকি নির্দেশ করে।
সুদানে সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগালোর (হেমেদতি নামে পরিচিত) মধ্যেকার মতবিরোধের মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
গেল ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ৫৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
অনেক দেশ তাদের নাগরিক ও কূটনীতিককে সরিয়ে নিয়েছে এবং নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
আরএইচ