ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে জমির বিরোধে ৬ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ৫, ২০২৩
মধ্যপ্রদেশে জমির বিরোধে ৬ জনকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে জমি নিয়ে বিরোধের জেরে তিন নারীসহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ মে) মধ্যপ্রদেশের মোরেনা জেলার লেপা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এরই মধ্যে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহতদের চিকিৎসার জন্য মোরেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জমির মালিকানা নিয়ে রঞ্জিত তোমার ও রাধে তোমারের মধ্যে চলমান বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

২০১৪ সালে রঞ্জিত তোমারের পরিবারের সদস্যরা রাধে তোমারের পরিবারের তিনজন সদস্যকে হত্যা করেছিল। এরপর  থেকে রঞ্জিত তোমারের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল।

সম্প্রতি রঞ্জিত তোমারের পরিবার আবার গ্রামে ফিরে আসলে প্রতিশোধ নিতে রাধে তোমারের পরিবারের সদস্যরা আক্রমণ চালায়। ঘটনার পর থেকে রাধে তোমারের পরিবারের সদস্যরা পলাতক।

পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজছে। পুলিশের ধারণা হত্যাকারীরা এলাকার আশপাশের গিরিখাতের কোথাও লুকিয়ে আছে।

নিকটবর্তী গ্রাম ভিদোসা, যেটি ডিমনির বিধায়ক রবীন্দ্র তোমরেরও গ্রাম। গ্রামটি ডাকাত পান সিং তোমারের জন্যও পরিচিত। জমির বিরোধ থেকেই পানসিং ডাকাত হয়েছিলেন।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ০৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।