ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, ৩ গ্রামবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, ৩ গ্রামবাসী নিহত

ভারতে একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আহত হয়েছে আরও তিনজন।

সোমবার (৮ মে) রাজস্থানের একটি গ্রামে যুদ্ধবিমানটি বিধ্বস্ত। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ও আহতরা তারা সবাই গ্রামবাসী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত অনুশীলনের জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে এটি যাত্রা করেছিল। উড্ডয়নের কিছু সময় পর কারিগরি ত্রুটির কারণে রাজস্থানের হনুমানগড়ের বাহলোল নগরের কাছে গিয়ে বিধ্বস্ত হয়।

পাইলট সময়মতো বিমান থেকে বের হয়ে যান এবং তিনি নিরাপদে আছেন বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে লাফ দিয়েছিলেন। বর্তমানে তিনি নিরাপদ আছেন।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, পাইলট সামান্য আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার পাঠানো হয়।

এক বিবৃতিতে আইএএফ বলেছে, আকাশে উড়ার পর বিমানটিতে পাইলট একটি জরুরি অবস্থার সম্মুখীন হন। নিয়ম অনুযায়ী তিনি সেটি সমাধানের চেষ্টা করেন। পরে ব্যর্থ হলে তিনি বিমান থেকে বেরিয়ে যান।

আইএএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, হতাহত এড়াতে পাইলট সব প্রচেষ্টা করেছিলেন। পরে গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।