ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মে ২১, ২০২৩
মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

উত্তর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার শোতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।

স্থানীয় সময় শনিবার (২০ মে) এ ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, এনসেনাডা শহরের সান ভিসেন্তে এলাকায় একটি অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

দিবাগত রাত সোয়া ২টার বন্দুকধারীরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে এসে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের গুলি করতে শুরু করে।

পৌরসভা ​​ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ হামলা তদন্তে একটি বিশেষ দল গঠন করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।