ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার ‘এসবার ব্যাংক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার ‘এসবার ব্যাংক’

রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান ‘এসবার ব্যাংক’ বলছে, তারা বাংলাদেশে ব্যাংকিং সেবা দেওয়ার সম্ভাবনা অন্বেষণ করছে। কেননা রাশিয়ার ব্যবসাগুলোর চোখ এখন এশিয়া অঞ্চলে।

রয়টার্স।

বাংলাদেশে শাখা খুলতে এসবার ব্যাংক ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। গেল বুধবার এ নিয়ে বাংলাদেশি একটি নিউজপোর্টালে সংবাদ ছাপা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করে। এর পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে। গেল মাসে অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রির মধ্য দিয়ে ইউরোপের বাজার থেকে ব্যাংকটিকে প্রত্যাহার করা হয়। এসবার ব্যাংক এখন নিষেধাজ্ঞা পরিস্থিতি কাটিয়ে উঠতে চাচ্ছে।  

অনেক রাশিয়ান কোম্পানির মতো এসবার ব্যাংক এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই অঞ্চলে এটি নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে।

এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, তাদের ব্যাংক বাংলাদেশে ব্যবসা করা রাশিয়ার ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং পরিষেবা দিতে সম্ভাবনা ও ছক অনুসন্ধান করছে।

রাশিয়া এখন ডলারের বিকল্প খুঁজছে। এই পরিস্থিতিতে ইতোমধ্যে এসবার ব্যাংকের একটি প্রতিনিধিদল বাংলাদেশে শাখা খোলার আলোচনার জন্য দেশটিতে সফর করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।