ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়ার পার্লামেন্টে হুন মানেত প্রধানমন্ত্রী নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, আগস্ট ২২, ২০২৩
কম্বোডিয়ার পার্লামেন্টে হুন মানেত প্রধানমন্ত্রী নির্বাচিত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার চার দশকের ‘স্বৈরশাসক’ হুন সেনের ছেলে হুন মানেতকে দেশটির জাতীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।  
 
হুন মানেত কম্বোডিয়ার সামরিক বাহিনীর চার তারকা জেনারেল।

মঙ্গলবার কম্বোডিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে ১২৩ জন সদস্যের সবাই তাকে নির্বাচিত করে।  

ভোটের পর আইনপ্রণেতাদের উদ্দেশে হুন মানেত বলেন, আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কম্বোডিয়া রাজ্যের ইতিহাসে এক ঐতিহাসিক দিন।  

গেল সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পায় হুন সেনের দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। নির্বাচনের পর হুন সেন ঘোষণা দেন, শিগগিরই তার ছেলেকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে যাচ্ছেন।  

হুন মানেতের পদবী এখন প্রধানমন্ত্রী। কিন্তু পর্যবেক্ষক এবং রাজনৈতিক বিরোধীদের মতে, হুন সেন কম্বোডিয়ায় ক্ষমতা ও রাজনীতির কেন্দ্রে থাকবেন - প্রতীকী এবং আক্ষরিক অর্থেই।

নির্বাসিত বিরোধীদলীয় নেতা স্যাম রেনসি বলেছেন, হুন মানেতের কার্যভার গ্রহণ কম্বোডিয়ার রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে না।

রোববার স্যাম রেনসি বলেন, বাস্তবে, হুন সেন দড়ি টানতেই থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।