ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিকসে যোগদানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আর্জেন্টিনা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ব্রিকসে যোগদানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আর্জেন্টিনা 

গত আগস্টে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের সম্মেলনে আর্জেন্টিনাসহ ৬টি দেশকে এ জোটের সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ বারের সম্মেলনে মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আর্জেন্টিনাকে জোটের নতুন সদস্য হিসেবে গ্রহণ করে।

সে সময় আর্জেন্টিনা ব্রিকসের আমন্ত্রণ সাদরে গ্রহণ করলেও বিষয়টি নিয়ে বাধ সাধতে চলেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেইয়ের প্রশাসন।

সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ব্রিকসের সদস্য হওয়ার কথা লাতিন আমেরিকার দেশটির।

একাদিক আন্তর্জাতিক সংবাদমধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মিলেইয়ের জ্যেষ্ঠ অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডায়ানা মন্ডিনো গত সোমবার স্পুৎনিক ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আগামী ১ জানুয়ারিতে আর্জেন্টিনা ব্রিকসে যোগ দেবে এমন কোনো পরিকল্পনা তাদের নেই।  

ডায়ানা মন্ডিনো বলেন, ব্রিকসে যোগ দেওয়া নিয়ে এত আগ্রহ কেন তা আমি বুঝি না, আর্জেন্টিনা কেন ব্রিকসে যোগ দেবে এবং দিলে কী কী সুবিধা পাবে সেই বিষয়গুলো পরিষ্কার নয়। আগে এইসব বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

ডায়ানা মন্ডিনো হাভিয়ের মিলেইয়ের প্রশাসনে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর পদ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

 

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।