ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করেছে চীন

চীন ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

পর্যটনকে পুনরুজ্জীবিত করতে এবং করোনা মহামারির পর অর্থনীতিকে চাঙা করতে চীন এ পদক্ষেপটি নিয়েছে।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যুরিস্টদের ভিসার আবেদনে এখন থেকে আর এয়ার টিকেট বুকিং, হোটেল রিজার্ভেশন বা আমন্ত্রণপত্র জমা দিতে হবে না।

বেইজিং এর আগে ১ ডিসেম্বর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই দেশটিতে যাওয়ার পথ পরিষ্কার করে।

ভিসা-মুক্ত এ ব্যবস্থা চলবে ১২ মাস। এ সময়ে এ ছয়টি দেশের পর্যটকরা ১৫ দিন পর্যন্ত চীনে থাকতে পারবেন।

গত নভেম্বর মাসে চীন তার ভিসা-মুক্ত ট্রানজিট নীতি ৫৪টি দেশে প্রসারিত করেছে।

দেশটির কঠোর কোভিড নিয়ন্ত্রণ নীতির কারণে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা অনেক কমে যায়।

এক বছর আগে বেইজিং কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করার পর থেকে চীনে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো হয়। তবে এখনও তা ২০১৯ সালের তুলনায় মাত্র ৬০ শতাংশ।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।