ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ব্যাট’ হারালো ইমরানের পিটিআই  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
‘ব্যাট’ হারালো ইমরানের পিটিআই  

ভোটের আগে আবারও ধাক্কা খেল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বাতিল করার বিষয়ে পাকিস্তান নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছিল, বুধবার পেশোয়ার হাই কোর্ট তা পুনর্বহাল করেছে।

একাধিক মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সাজা হলে নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বজায় রাখতে পিটিআইয়ের কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। এর পর ডিসেম্বরের গোড়ায় পিটিআই-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ইমরান ঘনিষ্ঠ নেতা গোহর আলি খান। পাশাপাশি পিটিআইয়ের সাংগঠনিক বৈঠকে সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন ওমর আয়ুব খান।  

১৯৯৬ সালে পিটিআই প্রতিষ্ঠার পর এই প্রথম বার ইমরানের পরিবর্তে অন্য কাউকে দলীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু নির্বাচন কমিশন জানায়, গোহর আলি খানের নির্বাচন প্রক্রিয়ায় পিটিআইয়ের সাংগঠনিক বিধি মানা হয়নি। ফলে দকটির প্রতীক বাতিল করা হবে। কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশোয়ার হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিটিআই নেতৃত্ব। ২৬ ডিসেম্বর কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দিলেও বুধবার (৩ জানুয়ারি) তা প্রত্যাহার করেছে হাই কোর্ট।

আদিয়ালা জেলে বন্দি ইমরান, সেখান থেকেই লাহোরের এনএ–১২২ এবং মিয়াঁওয়ালির এনএ–৮৯ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় নির্বাচন কমিশন গত ১ জানুয়ারি তার মনোনয়ন বাতিল করে।


বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।