উত্তর কোরিয়া রোববার মাঝারি পাল্লার একটি নতুন সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সোমবার এমনটি বলেছে।
কেসিএনএ প্রতিবেদনে জানায়, ক্ষেপণাস্ত্রটির নির্ভরযোগ্যতা পরীক্ষা করাই ছিল তাদের লক্ষ্য। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন লঙ্ঘন এবং উত্তর কোরিয়ার সরাসরি উসকানি।
উত্তর কোরিয়ার জন্য চলতি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটি। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপানের পারমাণবিক দূতেরা এর নিন্দা জানিয়েছেন। ত্রিমুখী ফোন কলে তারা বলেন, উত্তর কোরিয়ার উসকানি এ অঞ্চলে অস্থিতিশীলতার মূল কারণ।
কেসিএনএ জানায়, শোয়ে সন-হুই একটি প্রতিনিধিদল রাশিয়ার উদ্দেশে পিয়ংইয়ং ছেড়ে যাওয়ার দিনই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
আরএইচ