পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনার মধ্যেই ১৫০টি আসনে এগিয়ে রয়েছে দাবি করেছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
এককভাবে সরকার গঠন করবে জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান ইতোমধ্যে বলেছেন, নওয়াজ বা বিলাওয়ালের দলের সঙ্গে কোনো জোট গড়বেন না তারা।
একই সঙ্গে তারা পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
নওয়াজ শরীফের উদ্দেশ্যে দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, একটু দয়া করুন, হার মেনে নিন। পাকিস্তানের জনগণ কখনও আপনাকে মেনে নেবে না। একজন গণতন্ত্রী হিসেবে কিছুটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার এটি একটি সূবর্ণ সুযোগ। দিবালোকে ডাকাতি ব্যাপকভাবে প্রত্যাখ্যান করতে যাচ্ছে পাকিস্তান! পিটিআই জিতছে, রায়কে সম্মান জানান।
দেশটির নির্বাচন কমিশন ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলের বরাতে জিও জিও টিভির অনলাইন সংস্করণ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পরিষদের ২৬৫টির মধ্যে ১৭৬টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা জয় পেয়েছেন ৭৪ আসনে, নওয়াজের পিএমএল-এন জিতেছে ৪৯ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি আসন পেয়েছে ৩৯টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৬ জন।
এর বাইরে এমকিউএম চারটি, আইপিপি দুটি এবং জেইউআই (এফ), বিএনপি একটি করে আসনে জয় পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসএএইচ
Show some grace @NawazSharifMNS, accept the defeat! People of Pakistan will never accept you. This is a golden opportunity to regain some credibility as a democrat. Daylight robbery is going to be rejected massively by Pakistan! #PTIWon #RespectMandate
— PTI (@PTIofficial) February 9, 2024