ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ১৯ হাজার অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
সৌদি আরবে ১৯ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি নিরাপত্তা বাহিনী দেশটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৯ হাজার ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের ১১ হাজার ৮৯৭ জন রেসিডেন্সি আইন, ৪ হাজার ২৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন, ৩ হাজার ২৮০ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

 

গত ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার ওয়ার্ল্ড গালফ এ খবর প্রকাশ করেছে।

সৌদি আরবে অবৈধ প্রবেশের চেষ্টা করার সময় মোট ৯৭১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৭ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া ৩৬ ব্যক্তিকে অবৈধভাবে সৌদি আরব থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়। তাদের পরিবহন, আশ্রয় দিয়ে সহায়তার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।