সৌদি নিরাপত্তা বাহিনী দেশটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৯ হাজার ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের ১১ হাজার ৮৯৭ জন রেসিডেন্সি আইন, ৪ হাজার ২৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন, ৩ হাজার ২৮০ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।
গত ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার ওয়ার্ল্ড গালফ এ খবর প্রকাশ করেছে।
সৌদি আরবে অবৈধ প্রবেশের চেষ্টা করার সময় মোট ৯৭১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৭ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া ৩৬ ব্যক্তিকে অবৈধভাবে সৌদি আরব থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়। তাদের পরিবহন, আশ্রয় দিয়ে সহায়তার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
জেএইচ