ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা চলবে, রায় হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা চলবে, রায় হাইকোর্টের

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের সেলারে হিন্দুদের পূজার অনুমতি দেওয়ার বিষয়ে বারানসি জেলা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট।

পিটিশন খারিজ হয়ে যাওয়ায় জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা-আর্চণা করতে পারবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

খবর এনডিটিভির।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ সেলারে একজন পুরোহিত পূজা করতে পারেন বলে রায় দিয়েছিলেন বারানসি জেলা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। এলাহাবাদ হাইকোর্টে এ নিয়ে একটি আবেদন করে কমিটি। দুই দফা শুনানির পর সোমবার সেই আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এই মামলার দুটি আবেদনের শুনানি হয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।