ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেল: ফ্রান্সে নৌকাডুবিতে ৭ বছর বয়সী মেয়ের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
ইংলিশ চ্যানেল: ফ্রান্সে নৌকাডুবিতে ৭ বছর বয়সী মেয়ের মৃত্যু 

ইংলিশ চ্যানেলে পৌঁছানোর চেষ্টাকালে ফ্রান্সের জলসীমায় অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা ডুবে সাত বছর বয়সী এক মেয়ে মারা গেছে। খবরে এমনটি বলা হয়েছে।

কর্মকর্তারা ফ্রেঞ্চ গণমাধ্যমকে বলেন, নৌকাটিতে ১৬ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। উত্তরাঞ্চলীয় উপকূলের কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়।

নৌকাটি বেশি লোক নেওয়ার মতো যথেষ্ট বড় ছিল না বলে এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, মেয়েটির মা-বাবা আরও তিন সন্তান নিয়ে নৌকায় ছিলেন। তাদের ডানকার্কের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।  

মঙ্গলবার ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে গত বুধবার তিন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান। তাদের নৌকাটিও জটিলতায় পড়েছিল।  

সারাদিনের কয়েকটি ঘটনার মধ্যে এটিও একটি। এদিন ২৪৯ জনকে উদ্ধার করা হয়।  

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর এ পর্যন্ত দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী সেদেশে গিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।