ভারতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। সোমবার (১ এপ্রিল) দেশটিতে মূল্যবান এই ধাতুর দাম নতুন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়।
স্বর্ণের দামে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ল ভারত। সোমবার দেশটিতে দাম বেড়ে প্রতি ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৪৮৭ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ হাজার ৪১২ টাকা। এ নিয়ে ২০২৪ সালে দেশটিতে স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ শতাংশ।
দামের ঊর্ধ্বগতির কারণে ভারতে সোনার চাহিদায় ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একজন সরকারি কর্মকর্তা ও দুজন ব্যাংক ডিলার জানিয়েছেন, আগের মাসের তুলনায় মার্চে ভারতের সোনা আমদানি ৯০ শতাংশের বেশি কমে যাবে, যা করোনাভাইরাস মহামারির পর থেকে সর্বনিম্ন। অর্থাৎ, বৈশ্বিক এ মহামারির পর থেকে সোনা আমদানিতে এত বড় পতন আর দেখেনি ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি১৮ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির খবর প্রকাশের পর সোমবার বিশ্বব্যাপী সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। এদিন স্পট গোল্ডের দাম সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ২৫৯ দশমিক ৪৯ মার্কিন ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও সোনার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ২৭৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স, টাইমস নাউ নিউজ, মানি কন্ট্রোল
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
এমজে