ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গোলানে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
গোলানে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ফাইল ছবি

ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কেইলা ব্যারাকে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সদরদপ্তর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়েছে।  

ইসরায়েলি সামরিক বাহিনীও গত কয়েক ঘণ্টায় দক্ষিণ-পূর্ব লেবাননে হামলা চালিয়েছে।

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ছে।

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলের দিকে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইরানের ড্রোন উৎক্ষেপণের খবরের কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের দিকে একাধিক ড্রোন ছুড়েছে। নিরাপত্তা সংস্থা অ্যামব্রেয়ে এমনটি বলেছে।

গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।