ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্লোটিলার কয়েকটি জাহাজে ইসরায়েলি হস্তক্ষেপ, গ্রেটা থুনবার্গ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৭, অক্টোবর ২, ২০২৫
ফ্লোটিলার কয়েকটি জাহাজে ইসরায়েলি হস্তক্ষেপ, গ্রেটা থুনবার্গ আটক

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। ত্রাণসামগ্রী বহনকারী ফ্লোটিলার কয়েকটি নৌযানে হস্তক্ষেপের পর সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ অংশগ্রহণকারীদের আটক করা হয়েছে।

সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইসরায়েলি সেনারা অবৈধভাবে নৌযানে হস্তক্ষেপ করছে। নৌযানগুলোয় থাকা সব অংশগ্রহণকারীর অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি। ’

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ নিরাপদে আটক করা হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুদের স্বাস্থ্য ভালো আছে। ’

মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে থুনবার্গকে বহনকারী ব্যক্তিরা তাকে নিরাপদে বাইরে নিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল ফ্লোটিলার হামাসের সঙ্গে যুক্ত থাকার যে দাবিটা করেছে, তার কোনো প্রমাণ দেখায়নি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী মানবাধিকারকর্মীরা ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘ডাকাতি’ হিসেবে বর্ণনা করেছেন।

সাতবার গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলারকে আক্রমণ করে যাত্রীদের আটক করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘নিষ্ঠাবান মানুষদের অপহরণ করা হয়েছে। ফ্লোটিলা কোনো আইন ভাঙেনি। যা অবৈধ তা হলো: ইসরায়েলের গণহত্যা, গাজার অবৈধ অবরোধ এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে অন্নহীন করে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা। ’

জেরেমি করবিনের নিন্দা

সাবেক ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরেমি করবিনও গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হস্তক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এক বিবৃতিতে করবিন বলেছেন, ‘ইসরায়েল বৈধতা অমান্য করে ফ্লোটিলা আটক করেছে। এটি আমাদের সাধারণ মানবিক নৈতিকতার অবমাননা।

ব্রিটিশ সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন, আবারও আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক আইন রক্ষা করতে, ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করতে এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে।

করবিন যোগ করেন, ‘ইতিহাস ফ্লোটিলার পাশে থাকবে এবং তাদের সাহস আরও মানুষকে ফিলিস্তিনের জন্য আমাদের বৈশ্বিক আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করবে। ’

ইতালির শহরগুলো প্রতিবাদে উত্তাল

ফ্লোটিলার জাহাজ আটক হওয়ার খবরের পর ইতালির বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দক্ষিণের নগরী নেপলিতে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে ঢুকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন।

রোমের টারমিনি স্টেশনের প্রবেশদ্বারের কাছে সমবেত হওয়া বিক্ষোভকারীদের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফ্লোটিলার জাহাজ আটকের প্রতিবাদে ইতালিয়ান ইউনিয়নগুলো ধর্মঘটের ডাক দিয়েছে।  

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।