ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী দেইর আল-বালাহ ছেড়ে হাজার হাজার লোক পালিয়েছেন

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা বাড়িয়েছে। মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণের খান ইউনিসে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

চিকিৎসাকর্মীরা বলছেন, ভোর থেকে ২২ জন নিহত হয়েছেন।

নতুন করে ইসরায়েলি বাহিনী লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে দেইর আল-বালাহ ছেড়ে হাজার হাজার লোক পালিয়েছেন। ইসরায়েলি বাহিনী জনবহুল শহরটির ভেতরের দিকে অগ্রসর হয়েছে।  

এদিকে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থাটি তাদের আরেক স্কুলে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে। উত্তরের গাজা সিটির স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।  

সালাহ আল-দিন নামে ওই স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।  

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপ সেরেছেন। চলমান আলোচনায় অচলাবস্থার খবরের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানোর গুরুত্বের ওপর তিনি জোর দিয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০ হাজার ২২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯২ হাজার ৯৮১ জন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।