ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ লেবাননে সাইদা অঞ্চলে পেজার বিস্ফোরণস্থলে লেবানিজ এক সেনা দাঁড়িয়ে আছেন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহকে বলেছেন, প্রতিরোধ অক্ষ থেকে থেকে ইসরায়েল কঠোর জবাব পাবে।  

হিজবুল্লাহর ওপর আগের দুদিন ধরে চালান নজিরবিহীন পেজার ও ওয়াকি-টকি হামলার পর বৃহস্পতিবার সালামি এমনটি বলেন।

হামলায় ৩৭ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন দুই হাজার ৯০০ এরও বেশি মানুষ। একসঙ্গে অনেক ডিভাইসে বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।  

প্রতিরোধ অক্ষে রয়েছে, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এদের সবাই ইরান সমর্থিত।  

মঙ্গলবার ও বুধবারের হামলায় লেবানন ও হিজবুল্লাহ ইসরায়েলকে দোষারোপ করছে। ইসরায়েল এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সম্ভবত এসব হামলা চালিয়ে থাকতে পারে।  

সালামি তার বার্তায় নাসরাল্লাহকে বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে ইহুদিবাদী শাসনের (ইসরায়েল) হতাশা এবং ধারাবাহিক ব্যর্থতার ফল। শিগগিরই প্রতিরোধ অক্ষ থেকে কঠিন জবাব পাবে। আমরা এ রক্তপিপাসু ও অপরাধী শাসনের ধ্বংস প্রত্যক্ষ করব।

ইরান ও ইসরায়েল প্রায়শই একে অন্যকে হুমকি দেয়। গত এপ্রিলে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলায় ১৩ জন নিহত হলে ইসরায়েলের সঙ্গে বিরোধ চরমে ওঠে।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।