ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় কজন নিহত, জানালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ইসরায়েলি হামলায় কজন নিহত, জানালো ইরান

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় দেশটির দুই সৈন্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী।

শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরায়েলি বিমান সেনারা। ‘দেশটির’ সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে জানায়, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা শুরু করেছে। ১৪০টি যুদ্ধবিমানের মাধ্যমে এ হামলা পরিচালনা করা হয়।

ইরানের রাজধানী তেহরান ও কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কোনো সামরিক সাইট এখন পর্যন্ত আক্রান্ত হয়নি।

ইরানে ইসরায়েলের এ হামলার পর মধ্যপ্রাচ্যে পুরোমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। কেননা, ইরান আগেই বলেছিল, ইসরায়েল কোনো ভুল করলে এর চড়া মূল্য দিতে হবে।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে আমাদের দুজন যোদ্ধা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করার সময় চূড়ান্ত আত্মত্যাগ করেছেন।

হামলা পরবর্তী অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি বলেছেন, দেশ এখন স্বাভাবিক অবস্থায় আছে ও সকল ফ্লাইট চালু হয়েছে।

গত ১ অক্টোবর ইসরায়েলের তেল আবিবসহ একাধিক শহরে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ওই হামলার প্রতিশোধে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। ইরানি হামলায় সেই সময় ইসরায়েলে একজনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।