ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চাই না: জে ডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
রাশিয়ার সঙ্গে যুদ্ধ চাই না: জে ডি ভ্যান্স

রাশিয়ার সঙ্গে যুদ্ধে নেই যুক্তরাষ্ট্র। নতুন করে কোনো যুদ্ধে জড়াতেও চায় না দেশটি।

 

ভ্লাদিমির পুতিনকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করবেন কি না, এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স এমনটি বলেন। খবর আরটির।

ওহাইওর এ সিনেটর রোববার এনবিসির মিট দ্য প্রেসে হাজির হন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে মিত্র নাকি শত্রু হিসেবে দেখেন।  

জবাবে তিনি বলেন, পুতিন স্পষ্টতই একজন প্রতিপক্ষ, তিনি প্রতিদ্বন্দ্বী। ওয়াশিংটনকেও কূটনীতির বিষয়ে চতুর হতে হবে।

জে ডি ভ্যান্স বলেন, আমরা কাউকে পছন্দ করি না, এর মানে এই নয় যে, আমরা তার সঙ্গে সময়ে সময়ে বৈঠকে আলোচনায় বসতে পারি না।

সঞ্চালক ক্রিস্টেন ওয়েকার চাপাচাপি করছিলেন, তিনি পুতিনকে সরাসরি শত্রু হিসেবে উল্লেখ করবেন কি না।  

জবাবে সিনেটর ভ্যান্স বলেন, তার সঙ্গে আমরা যুদ্ধে নেই। এবং আমরা ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। আমি মনে করি, যে আমাদের শান্তির পথ অনুসরণের চেষ্টা করা উচিত।

ভ্যান্স বলেন, একই যুক্তি চীনের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি চীনকে রাশিয়ার তুলনায় আমেরিকার স্বার্থের জন্য একটি বৃহত্তর হুমকি হিসেবে দেখেন।  

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কথা বলার ইচ্ছা নাও থাকতে পারে, তবে ইউক্রেনের সংঘাতের সমাধানে আলোচনার প্রয়োজন হবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনবেন কি না, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, তিনি তা করবেন না।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।