সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসছে বিদ্রোহীরা। ইতোমধ্যে দামেস্কের বিভিন্ন শহরতলি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা।
শনিবার (০৭ ডিসেম্বর) সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যম প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দামেস্ক ত্যাগ কিংবা অন্য কোনো দেশে হঠাৎ সফরের ভুয়া খবর ছড়াচ্ছে, যা মূলত গুজব।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট আসাদ রাজধানী দামেস্কে থেকে তার জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব পালন করছেন।
সিরিয়ার বিদ্রোহী বাহিনী বর্তমানে দ্রুত রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। এর মাঝেই কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রেসিডেন্ট আসাদের দেশত্যাগের খবর ছড়িয়েছে। তবে এসব খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়।
রাজধানী দামেস্কের আশেপাশে এবং দক্ষিণে সেনা মোতায়েন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
সেনাবাহিনী বলেছে, তারা দামেস্কের চারপাশে এবং দক্ষিণে প্রতিরক্ষা লাইনকে শক্তিশালী করছে। কারণ বিদ্রোহী যোদ্ধারা কাছাকাছি আসার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, আমাদের সশস্ত্র ইউনিটগুলি দামেস্কের গ্রামাঞ্চল এবং দক্ষিণাঞ্চলজুড়ে তাদের প্রতিরক্ষা লাইন শক্তিশালী করছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী দক্ষিণে হামা এবং হোমস গ্রামাঞ্চলে [মধ্য সিরিয়ার] এবং উত্তর দারা গ্রামাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
গত ৪ ডিসেম্বর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো হামলা চালিয়ে বাশার আল-আসাদের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। গত ২৭ নভেম্বর বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমজেএফ