ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তালাকের আবেদন আসাদের স্ত্রীর, অস্বীকার ক্রেমলিনের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
তালাকের আবেদন আসাদের স্ত্রীর, অস্বীকার ক্রেমলিনের

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্রিটিশ স্ত্রী আসমা আল-আসাদ মস্কোতে তার জীবনযাপনে অসন্তুষ্টি প্রকাশের পর তালাকের জন্য আবেদন করেছেন বলে রোববার তুর্কি ও আরব বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে।  

তিনি মস্কো ছেড়ে লন্ডনে যেতে চান বলেও খবর এসেছে।

আসমা রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতির অনুরোধ করেছেন। তার আবেদন বর্তমানে রাশিয়ান কর্তৃপক্ষের দ্বারা মূল্যায়ন করা হচ্ছে বলে জানা গেছে।  

আসমা ব্রিটিশ-সিরীয় নাগরিক। তিনি লন্ডনে সিরীয় বাবা-মায়ের ঘরে বেড়ে ওঠেন। ২৫ বছর বয়সে ২০০০ সালে আসমা সিরিয়ায় ফেরেন এবং একই বছর আসাদকে বিয়ে করেন।

সিরিয়া থেকে বাশার আল-আসাদ পালানোর পর মস্কোয় তার আশ্রয়ের আবেদন মঞ্জুর হয়েছে। তবে তিনি এখনো কড়া নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। মস্কো ছাড়ার জন্য কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য তার অনুমতি নেই।

রুশ কর্তৃপক্ষ বাশার আল-আসাদের সম্পদ ও অর্থ জব্দ করে রেখেছে। তার ২৭০ কেজি সোনা, দুই বিলিয়ন ডলার এবং মস্কোয় ১৮টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদ এখনো রাশিয়ায় আশ্রয় পাননি। তার আবেদন এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে বলে সৌদি আরব ও তুরস্কের গণমাধ্যমগুলোরের খবরে জানা যাচ্ছে। মাহের ও তার পরিবারের সদস্যরা রাশিয়ায় গৃহবন্দি রয়েছেন।

ডিসেম্বরের শুরুতে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। তাকে সরানোর অভিযানে নেতৃত্ব দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।  

বাশার আল-আসাদের স্ত্রীর তালাকের জন্য আবেদনের খবর উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ আসাদের অবরুদ্ধ থাকা এবং তার সম্পদ বাজেয়াপ্ত করার খবরও উড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।