ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১৮১ আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
১৮১ আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু বহনকারী ওই উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ২৯ জন নিহতের খবর পাওয়া গেছে।

জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার নিউজ এজেন্সি নিউজ ওয়ান জানিয়েছে, দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুজনকে উদ্ধার করা হয়েছে। জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।