সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহ ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়েছে। আগামী শনিবার শেষকৃত্য পর্যন্ত তার মরদেহ তিন দিন সেখানে রাখা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ এপ্রিল) শোভাযাত্রার মাধ্যমে পোপ ফ্রান্সিসের দেহ ব্যাসিলিকা গির্জায় নেওয়া হয়। তারপরে কার্ডিনাল কেভিন ফ্যারেলের নেতৃত্বে একটি প্রার্থনা অনুষ্ঠিত হয়। চেম্বারলাইন পদে অধিষ্ঠিত কেভিন ফ্যারেলের ওপর আগামী সপ্তাহে প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়া এবং কনক্লেভের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর বিশ্ববাসীকে সর্বপ্রথম জানিয়েছিলেন কেভিন ফ্যারেল। এই ঘোষণার পর তিনি ‘ক্যামেরলেনগো’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই এখন থেকে ভ্যাটিকানের অন্তর্বর্তীকালীন প্রধান।
শোভাযাত্রার আগে কাসা সান্তা মার্তার চ্যাপেলে সংক্ষিপ্ত প্রার্থনা করেন কেভিন ফ্যারেল। সংক্ষিপ্ত স্তোত্র উচ্চারণের পাশাপাশি প্রার্থনায় ক্যামেরলেনগো বলেন, ‘পোপ ফ্রান্সিসের মাধ্যমে খ্রিস্টান জনগণকে ঈশ্বর যে অসংখ্য উপহার দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই’। ঈশ্বর যেন প্রয়াত পোপকে স্বর্গরাজ্যে চিরস্থায়ী বাসস্থান দান করেন এবং স্বর্গীয় আশা, পোপ পরিবার, রোমের গির্জা এবং বিশ্বজুড়ে বিশ্বাসীদের সান্ত্বনা দেন, সেই প্রার্থনা করা হয়।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় ব্যাসিলিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। হাজার হাজার শোকাহত ব্যক্তি সেন্ট পিটার্স স্কোয়ারের ব্যাসিলিকার বাইরে প্রয়াত পোপকে শেষবার দেখার জন্য অপেক্ষা করছিলেন।
শোভাযাত্রা শুরু হওয়ার আগে বুধবার ভোর থেকেই ভ্যাটিকানে তীর্থযাত্রীদের ভিড় ছিল। মধ্যরাত পর্যন্ত গির্জাটি খোলা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার স্থাপনাটি সকাল ৭টায় খোলা হবে এবং মধ্যরাতে বন্ধ হবে।
শেষকৃত্যের রীতিনীতি সহজ করার জন্য পোপ ফ্রান্সিসের চেষ্টার অংশ হিসেবে, তার মৃতদেহ কাঠের একটি খোলা কফিনে শুইয়ে রাখা আছে। সাইপ্রেস কাঠ, সিসা এবং ওক কাঠ দিয়ে তৈরি তিনটি কফিন রাখার ঐতিহ্য বাতিল করা হয়েছে।
গত সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে স্ট্রোক এবং হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএইচ/এমজেএফ