যুক্তরাজ্যের দুই কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে তাদের আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মস্কো।
সোমবার এ নির্দেশনা দেয় মস্কো।
যুক্তরাজ্যের দুই কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের দূতাবাস থেকে এখনও কিছু বলা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগেও এমন অভিযোগ উঠেছিল, যা অগ্রাহ্য করেছিল যুক্তরাজ্যের দূতাবাস।
রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, যুক্তরাজ্যের ওই দুই কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় ভুয়া তথ্য দিয়েছিলেন। তাদের মধ্যে গোয়েন্দা হিসেবে এবং ধ্বংসাত্মক কাজ করার লক্ষণ দেখা গেছে, যা রাশিয়ার পক্ষে ক্ষতিকর।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জেরে মস্কোয় যুক্তরাজ্য দূতাবাসের এক কর্মকর্তাকে ডেকে পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক ঘিরে আলোচনা শুরু হয়েছে। আগে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ইটের বদলে পাটকেলের মতো করে একে অন্যের কূটনীতিকদের দেশছাড়া করত। ফলে দুই দেশের দূতাবাসেই কর্মী সংখ্যায় টান পড়তে থাকে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই সমস্যা দূর করতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়। ওয়াশিংটন-মস্কো আলোচনা শুরুর পরে সম্ভবত এই প্রথম পশ্চিমা বিশ্বের কোনো কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমজে