ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেনিনে আল-কায়েদা সম্পৃক্ত গোষ্ঠীর হামলায় নিহত ৭৯ সৈন্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
বেনিনে আল-কায়েদা সম্পৃক্ত গোষ্ঠীর হামলায় নিহত ৭৯ সৈন্য

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে দুটি সামরিক চৌকিতে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী জামা’আ নুসরাত উল-ইসলাম ওয়া আল-মুসলিমিন (জেএনআইএম), এ ঘটনায় অন্তত ৭৯ জন সৈন্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন নজরদারি সংস্থা সাইট ইনটেলিজেন্স শনিবার এ তথ্য জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জেএনআইএম মূলত মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি অনুসারী গোষ্ঠী, যার শাখা সাহেল অঞ্চলজুড়ে সক্রিয়। সাইট ইনটেলিজেন্স জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম আফ্রিকায় সংঘটিত কোনো হামলায় এটি সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

বিগত কয়েক বছরে বেনিন ও এর উপকূলীয় প্রতিবেশী টোগোয় এমন একাধিক হামলা সংঘটিত হয়েছে। সাহেল অঞ্চলের সীমানা পেরিয়ে এখন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো উত্তরের দিকেও তাদের উপস্থিতি জোরদার করছে।

তবে জেএনআইএমের এই হামলার দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। বেনিন সেনাবাহিনীর মুখপাত্র এবেনেজার হোনফোগার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন কিংবা বার্তার কোনো উত্তর দেননি।

সাইট ইনটেলিজেন্সের তথ্যমতে গত বৃহস্পতিবার জেএনআইএম এক বিবৃতিতে জানায়, তারা বেনিনের উত্তর-পূর্বাঞ্চলের আলিবোরি বিভাগের কান্দি প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৭০ সেনাকে হত্যা করেছে। রাজধানী কোটোনু থেকে এই অঞ্চলটির দূরত্ব ৫০০ কিলোমিটারেরও বেশি।

সাহেল অঞ্চলে সশস্ত্র জঙ্গিদের উত্থান শুরু হয় ২০১২ সালে, মালির উত্তরে তুয়ারেগ বিদ্রোহের পর থেকে। এরপর এই উত্থান ছড়িয়ে পড়ে বুরকিনা ফাসো ও নাইজারে এবং ক্রমেই বেনিনসহ উপকূলীয় পশ্চিম আফ্রিকান দেশগুলোয় বিস্তার লাভ করে।

বহু বছর ধরে চলা এই সংঘাতের ফলে আফ্রিকায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মালি, বুরকিনা ফাসো এবং নাইজারে সংঘটিত অন্তত পাঁচটি সামরিক অভ্যুত্থানের পেছনে এই দীর্ঘমেয়াদি নিরাপত্তা সংকট একটি বড় ভূমিকা রেখেছে। এসব দেশের সেনা সরকারগুলো পশ্চিমা শক্তি, বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সহায়তায় জঙ্গিবিরোধী অভিযান চালাতে শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।