ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৪ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪৫ জন।
রোববার (২০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, নতুন করে ৪৪ জন নিহত ও ১৪৫ জন আহত ছাড়াও বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে আছেন। কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনায় গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২০১ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন, যা শুরু হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে।
চলতি বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যা কিছু সময়ের জন্য সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে গত ১৮ মার্চ রাত থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।
গত ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে নতুন করে আরও ১ হাজার ৮২৭ জনকে হত্যা করেছে তারা। এই সময়ে আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৮২৮ জন।
সূত্র: আলজাজিরা
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমজে