ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুল্কের চাপ, যুক্তরাষ্ট্রে ফেরত গেল চীনের জন্য নির্মিত বোয়িংয়ের বিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
শুল্কের চাপ, যুক্তরাষ্ট্রে ফেরত গেল চীনের জন্য নির্মিত বোয়িংয়ের বিমান

চীনের শিয়ামেন এয়ারলাইন্সের জন্য প্রস্তুতকৃত বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ।

গত রোববার (২০ এপ্রিল) বিমানটি যুক্তরাষ্ট্রে ফিরে আসে।

জানা গেছে, ঝোউশানে অবস্থিত বোয়িংয়ের কমপ্লিশন সেন্টারে ডেলিভারির আগেই বিমানটি চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় ছিল। এটি এমন কয়েকটি বিমানের একটি, যেগুলো শিয়ামেন এয়ারলাইন্সের জন্য নির্মিত হয়েছিল।

বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলটি কোম্পানির সবচেয়ে জনপ্রিয় ও বহুল বিক্রিত বিমান। তবে বিশ্লেষকরা বলছেন, এই ফেরত আসা বোয়িংয়ের দীর্ঘদিনের ‘ডিউটি-ফ্রি’ সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের আমলে এই মডেলের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা এবং পূর্ববর্তী বাণিজ্য উত্তেজনার রেশ কাটিয়ে ওঠার মাঝেই আবার নতুন করে এই সংকট দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা অনেক এয়ারলাইন্সকে বিমানের ডেলিভারি স্থগিত করতে বাধ্য করতে পারে। বেশ কয়েকজন এয়ারলাইন্স প্রধান জানিয়েছেন, শুল্ক আরোপিত হলে আপাতত তারা নতুন বিমান গ্রহণ থেকে বিরত থাকবেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্ক হার বাড়িয়ে ১৪৫ শতাংশে উন্নীত করে। এর আগে চীন আমেরিকান পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, কিছু চীনা পণ্যের ওপর শুল্ক হার ২৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এসব সিদ্ধান্তের প্রেক্ষিতে আনুমানিক ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের উক্ত বোয়িং বিমানটি চীনা কোনো এয়ারলাইন্সের জন্য গ্রহণযোগ্য থাকছে না।

রয়টার্সের খবরে বলা হয়, বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে সিয়াটলের বোয়িং ফিল্ডে অবতরণ করে। এতে শিয়ামেন এয়ারলাইন্সের বাহ্যিক রঙ বা ‘লাইভারি’ স্পষ্ট দেখা গেছে।

৫ হাজার মাইলের বেশি দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানটি যুক্তরাষ্ট্রে ফিরে আসে। যাত্রাপথে গুয়াম ও হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার জন্য দুই দফা বিরতি দেওয়া হয়।

তবে, বিমানটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত কারা নিয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বোয়িং বা শিয়ামেন এয়ারলাইন্স—দুই পক্ষের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।