রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না।
ইউক্রেনে শান্তি প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন করার আগে এমন বার্তা দেন স্টারমার।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে ইউরোপীয় অংশীদার, ইইউ কমিশন, ন্যাটো, ইউক্রেন, কানাডা এবং অন্যান্য নেতাসহ প্রায় ২৫ জন বিশ্বনেতা এ সম্মেলনে অংশ নেবেন।
এ সম্মেলনের আগে স্টারমার সতর্ক করে বলেন, পুতিনকে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি করতে ট্রাম্পের প্রস্তাব নিয়ে কোনোভাবেই খেলতে দেওয়া হবে না। যুক্তরাজ্যের মিত্রদের ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আহ্বানও জানান তিনি।
ভার্চুয়াল বৈঠকটির নাম দেওয়া হয়েছে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’। চলতি মাসের শুরুতে ইউরোপীয় নেতাদের লন্ডন সফরের সময় এ বৈঠকের ঘোষণা করা হয়েছিল।
এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে শর্ত আরোপ করেন পুতিন। পুতিনের এই প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিন সবসময় এমন করেন। সবকিছুতেই দেরি করিয়ে দেন।
এর আগে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানায়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এমজে