ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

তিনদিনে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েল: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
তিনদিনে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েল: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকা জুড়ে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। গত মঙ্গলবার থেকে উপত্যকাটিতে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলিরা ৭১০ জনকে হত্যা করেছে। হামলায় আহতদের অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে তাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি জানান, আহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরেও গাজার ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, রাফাহ ও বেইত লাহিয়া শহরে ১১টি আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলিরা।  

নেতানিয়াহু গাজায় ‘তীব্র’ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কিন্তু তারা যুদ্ধ কাদের বিরুদ্ধে করছে সেটি বড় প্রশ্ন। যুদ্ধের নামে গণহত্যা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। আল জাজিরার জানিয়েছে, এই হত্যাকাণ্ডে ১৮৩ জন শিশু নিহত হয়েছেন।

পিক ইনফো: ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামলায় ‘দেশটির’ ১ হাজার ১৩৯ জন নিহত হন, বন্দী করা হয় ২০০ জনেরও বেশি মানুষকে। এরপর গাজায় ইসরায়েলি হামলায় ৪৯ হাজার ৫৪৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৭১৯ জন আহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। কারণ, ধ্বংসাবশেষের নিচে হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ। তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।