এল সালভাদরের নির্বাসিত ভেনেজুয়েলানদের কেউই ট্রেন ডি আরাগুয়া অপরাধী দলের সদস্য নন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। ওয়াশিংটন তাদের বহিষ্কারের কারণ হিসেবে যা উল্লেখ করেছে তা সত্য নয় বলেও তিনি জানিয়েছেন।
শুক্রবার গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দিওসদাদো ক্যাবেলো এ দাবি করেন। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে বিলুপ্ত হওয়া সংগঠন ট্রেন ডি আরাগুয়ার সাংগঠনিক চার্টে নির্বাসিতদের একজনের নামও নেই। আমার কাছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও নিজস্ব সোর্স থেকে পাওয়া নির্বাসিতদের নাম রয়েছে।
গত ১৫ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ২৬১ ভেনেজুয়েলান অভিবাসীকে এল সালভাদরের কারাগারে পাঠান। ১৭৯৮ সালের বিদেশি শত্রু আইন অনুযায়ী তিনি এ নির্বাসনের আদেশ দেন। ট্রাম্পের দাবি, তারা সবাই ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠন ট্রেন ডি আরাগুয়ার সদস্য।
তবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ অভিবাসী প্রত্যর্পণে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ততক্ষণে অভিবাসীদের নিয়ে দুটি বিমান এল সালভাদরে চলে যায়।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর, বিচারক বোসবার্গ তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিলেও তা অমান্য করেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের তিনি এক বছরের জন্য বন্দী হিসেবে এল সালভাদর পাঠিয়েছেন। ট্রাম্প প্রশাসনকে আগামী ২৫ মার্চের মধ্যে ভেনেজুয়েলার নাগরিকদের বিমানে করে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য প্রদানের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারক।
এদিকে অভিবাসীদের পরিবার ও আত্মীয়স্বজন বন্দীদের খবর জানতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের ভেনেজুয়েলায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ভেনেজুয়েলা বলেছে, ট্রেন ডি আরাগুয়া সংগঠনটি ২০২৩ সালেই বিলুপ্ত হয়ে গেছে। এখন রাজনৈতিক বিরোধী দল এই সন্ত্রাসী সংগঠনটি আছে বলে গুজব ছড়াচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবেলো বলেন, এটি একটি মিথ্যা, একটি বিশাল মিথ্যা। তা আমরা প্রমাণ করব। যুক্তরাষ্ট্র যদি এই বাস্তবতা স্বীকার না করে তাহলে এই দায় সম্পূর্ণ তদের।
মার্কিন কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভেনেজুয়েলার আরাগুয়া রাজ্যের একটি কারাগারে ট্রেন ডি চক্রটির যাত্রা শুরু হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার, অর্থের বিনিময়ে হত্যা ও আরও অনেক অপরাধের অভিযোগ রয়েছে। গত দশকে ভেনেজুয়েলা থেকে যখন অভিবাসীরা বিভিন্ন দেশে পাড়ি জমায় তখন এ সংগঠনের সদস্যরাও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএস/এমজে