ঢাকা, সোমবার, ৯ চৈত্র ১৪৩১, ২৪ মার্চ ২০২৫, ২৩ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হুমকি সহ্য করবে না ইরান: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
যুক্তরাষ্ট্রের হুমকি সহ্য করবে না ইরান: খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

‘কড়া চড়’ খাবে যুক্তরাষ্ট্র। চড়টি দেবে ইরান।

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি এভাবেই হুমকি দিয়েছেন। সেইসঙ্গে নিজ দেশের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি। কিন্তু কেউ যদি শয়তানি করে এবং সংঘাত শুরু করে, তাহলে তাদের ‘শক্ত চড়’ কষানো হবে।

ইরানি নববর্ষ নওরোজ ১৪০৪ এর প্রথম দিন ২১ মার্চ খামেনি এই সতর্কবাণী উচ্চারণ করেন। নওরোজ উপলক্ষে রাজধানী তেহরানে বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষের সমাবেশে তিনি ভাষণ দেন। ভাষণে আয়াতুল্লাহ আলি খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিচ্ছে। তাদের জানা উচিত, ইরানকে হুমকি দিয়ে তারা কখনোই কিছু পাবে না।

পশ্চিমাদের বড় ভুল হলো, তারা মধ্যপ্রাচ্যে প্রতিরোধের কেন্দ্রগুলোকে ইরানের প্রক্সি বাহিনী বলছে। এটা তাদের জন্য অপমানজনক বলে খামেনি উল্লেখ করেন। তিনি বলেন, ইয়েমেনি জাতি এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ কেন্দ্রগুলোর উদ্দীপনা ও প্রেরণা রয়েছে।

ফিলিস্তিনের বিষয়ে ইয়েমেনের অতীত ও বর্তমান অবস্থান প্রসঙ্গে খামেনি বলেন, ইসরায়েলি দখলবাজির শুরুতেই তা মোকাবিলায় ইয়েমেন অগ্রণী ভূমিকা রেখেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিদের জুলুমের বিরোধিতা করে ইয়েমেন। পশ্চিমারা মনে করছে, ইয়েমেনিরা ইরানের পক্ষে ছায়াযুদ্ধ করছে। কিন্তু তা নয় বলে ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট করেছেন।

পবিত্র স্থানগুলোতে সমবেত হওয়া আর দোয়ার মাধ্যমে নববর্ষ উদযাপনের ঐতিহ্যকে ইরানিদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির নিদর্শন বলেছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি গত ফার্সি বছরকে ধৈর্য, অধ্যবসায় ও ইরানি জনগণের আধ্যাত্মিক শক্তির প্রকাশের বছর বলে উল্লেখ করেছেন। নতুন বছরের স্লোগান ‘উৎপাদনের জন্য বিনিয়োগ’ বাস্তবায়ন এবং অর্থনীতি ও জীবিকার উন্নতি সাধনে জনগণ এবং সরকারের দায়িত্ব-কর্তব্য ব্যাখ্যা করেছেন।

ইসরায়েলের নৃশংসতা প্রসঙ্গে খামেনি বলেন, নিষ্ঠুর জায়নবাদী ইসরায়েলের নৃশংস ও ঘৃণ্য তৎপরতা অনেক অমুসলিম জাতির হৃদয়েও আঘাত দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে, সেগুলোর বাজেট কমিয়ে দেওয়া হবে। খামেনি একেই তথ্যের অবাধ প্রবাহ, লিবারেলিজম, স্বাধীনতা এবং মানবাধিকার বলে উপহাস করেন।

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, বর্তমানে পৃথিবীব্যাপী জাতিগুলো অবশ্যই জায়নবাদী ইসরায়েলের শয়তানি ও ঘৃণ্য তৎপরতার বিরোধিতা করছে। ইরানও ওই আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। ইরানের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে তিনি বলেন, মাতৃভূমি রক্ষায় তৎপর ফিলিস্তিনি এবং লেবানিজ সংগ্রামীদের ইরান সমর্থন করে। এটাই দেশটির সব সময়ের নীতি এবং তা অব্যাহত রয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।