ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো এই ঘটনা ঘটল।

খবর আল জাজিরার।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর ছিল।

শুক্রবার ইসরায়েল চারটি বিমান হামলা চালালে বৈরুতের দক্ষিণ উপশহর হাদাথ এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেখানে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হন।  

এই হামলা গত বছরের কয়েক মাস ধরে চলা বোমাবর্ষণের কথা স্মরণ করিয়ে দেয়, যখন ইসরায়েলি যুদ্ধবিমান ওই এলাকায় ব্যাপক হামলা চালিয়েছিল।

আল জাজিরার প্রতিবেদক আলি হাসেম জানান, আমরা ইসরায়েলের হামলার শিকার ভবনের সামনে রয়েছি। এখানে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে।

তিনি বলেন, এটি একটি আবাসিক ভবন, যেখানে বহু পরিবার বসবাস করত। তাদের অনেকেই দেখেছেন, কীভাবে ইসরায়েলি যুদ্ধবিমান ভবনটি ধ্বংস করে দিয়েছে।

হাসেম জানান, হামলায় আশপাশের অ্যাপার্টমেন্ট ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর একটি সামরিক ড্রোন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট হামলার পর ইসরায়েল এই পাল্টা আক্রমণ চালাল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।  

হিজবুল্লাহ তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।