ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘দৌড়ালেও বাঁচতে পারতাম না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
‘দৌড়ালেও বাঁচতে পারতাম না’

শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পে থাইল্যান্ডসহ আশপাশের বেশ কয়েকটি দেশ কেঁপে ওঠে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে মিয়ানমারের মান্দালয় শহরের একটি উদ্ধারদল বিবিসিকে জানায়, তারা খালি হাতেই লোকজনকে উদ্ধার করছে।

মিয়ানমারের জান্তা সরকারের এক এক জেনারেল জানান, ভূমিকম্পে দেশটিতে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। কয়েকশ মানুষ আহত হয়েছেন।  

তিনি জানান, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, প্রতিবেশী কয়েকটি দেশ থেকেও কম্পন টের পাওয়া গেছে।  
 
এদিকে থাইল্যান্ডে নির্মাণাধীন একটু বহুতল ভবন ধসে প্রায় ১০০ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, অন্তত ছয়জন নিহত হয়েছেন।  

বিবিসির প্রতিবেদক জানান, ড্রোন, কুকুর, খননযন্ত্র ব্যবহার করে জীবিতদের খোঁজা হচ্ছে।  

বিবিসি জানায়, তারা মিয়ানমারের রাজধানী নেপিদোর এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলেছে, যিনি ভূমিকম্পের সময় কাছেই একটি গ্রামে চিকিৎসা দিচ্ছিলেন।

তিনি জানান, যে বাড়িতে তিনি ছিলেন, সেটি তীব্রভাবে কাঁপতে শুরু করে। তিনি বলেন, আমাদের দৌড়ানোর সময়ও ছিল না, দৌড়ালেও বাঁচতে পারতাম না। কম্পন এতটাই তীব্র ছিল যে দৌড়ানোও সম্ভব ছিল না।

৬০ বছর বয়সী ওই নারী স্বাস্থ্যকর্মী বিবিসিকে জানান, তিনি বাইরে বেরিয়ে ভবন থেকে দূরে একটি মাঠে বসে পড়েন। তিনি বলছিলেন, এটি ছিল আমার জীবনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা।

নেপিদোর আরেক এলাকার এক উদ্ধারকর্মী জানান, তারা এমন একটি বাড়িতে গিয়েছিলেন যেখানে লোকজন আটকে পড়েছিল। তবে তাদের বের করে আনা সম্ভব ছিল না।

৩৫ বছর বয়সী ওই উদ্ধারকর্মী বিবিসিকে জানান, পরে তারা একটি স্বর্ণকারের দোকান থেকে দুটি মরদেহ উদ্ধার করেন। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। দোকানের মালিকেরা তাদের জানান, এখনও ১৭ জন আটকে রয়েছেন।  

ওই উদ্ধারকর্মী বলেন, আমরা শুধু তাদেরই খুঁজে পাই, যাদের কণ্ঠ শুনতে পাই।  

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।