ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পশুপালকদের হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
নাইজেরিয়ায় পশুপালকদের হামলায় নিহত ১৭

নাইজেরিয়ার বেনু রাজ্যে সন্দেহভাজন পশুপালকদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। গত বৃহস্পতিবারের হামলাটি কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা প্রাণঘাতী সহিংসতার ধারাবাহিকতায় ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, এসব সংঘাতের ফলে উত্তর-মধ্য নাইজেরিয়ার কৃষিপ্রধান এলাকাগুলোতে খাদ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। অঞ্চলটি খাদ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ হলেও সহিংসতা তার স্বাভাবিকতা নষ্ট করছে।

গত সপ্তাহেই বেনুর ওতুকপু এলাকায় এক হামলায় নিহত হন ১১ জন। তার আগে পার্শ্ববর্তী প্লাটু রাজ্যের বেশ কয়েকটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালিয়ে হত্যা করে ৫০ জনেরও বেশি মানুষকে। এই রক্তক্ষয়ী ঘটনার পর এবার ফের সহিংসতায় কাঁপল বেনু রাজ্য।

নাইজেরিয়ার স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, ২০১৯ সাল থেকে চলমান সংঘাতে এ অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০০ জন। সহিংসতা থেকে বাঁচতে প্রায় ২২ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে বেনুর উকুম এলাকার জিবাগির সংলগ্ন গ্রামে সন্দেহভাজন পশুপালকদের একটি দল গুলি চালিয়ে ৫ জন কৃষককে হত্যা করে। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশও হামলার মুখে পড়ে।

একই সময়ে উকুম থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লোগো এলাকায় আরেকটি হামলায় নিহত হন আরও অন্তত ১২ জন। পুলিশ মুখপাত্র সিউয়েসে অ্যানেনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই ধরনের সহিংসতা বর্তমানে নাইজেরিয়ার কৃষিপ্রধান অঞ্চলগুলোতে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।