ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডিজিটাল সেবায় ‘বৈষম্যমূলক’ কর নিয়ে যুক্তরাষ্ট্র-ইতালির যৌথ বিবৃতি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ডিজিটাল সেবায় ‘বৈষম্যমূলক’ কর নিয়ে যুক্তরাষ্ট্র-ইতালির যৌথ বিবৃতি 

যুক্তরাষ্ট্র ও ইতালি এক যৌথ বিবৃতিতে ডিজিটাল সেবার ওপর ‘বৈষম্যমূলক’ করের সমালোচনা করেছে।  

বিশ্লেষকদের মতে, ইতালির আগের অবস্থান নিয়ে ওয়াশিংটনের সমালোচনা প্রক্ষিতে এটি তাদের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত।

অ্যালফাবেটের গুগল, মেটার ফেসবুক, অ্যাপল এবং অ্যামাজনের মতো বৃহৎ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর লক্ষ্য করে ইউরোপের আরোপিত কর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রশাসনের, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের, উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রযুক্তি বিনিয়োগ আকর্ষণে ডিজিটাল কর নির্ধারণে "বৈষম্যহীন পরিবেশ" নিশ্চিত করা জরুরি। ট্রাম্প শিগগিরই ইতালি সফর করবেন বলেও জানানো হয়, তবে ইতালির ডিজিটাল কর প্রত্যাহারের বিষয়ে কিছু বলা হয়নি।

এ ছাড়াও যৌথ বিবৃতিতে ইতালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কম্পিউটিং এবং ক্লাউড পরিষেবায় মার্কিন বিনিয়োগের প্রতি সমর্থন জানানো হয়েছে, যেখানে দেশটিকে ভূমধ্যসাগর ও উত্তর আফ্রিকার জন্য একটি কেন্দ্রীয় তথ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে।

গত বছর, আমাজনের ক্লাউড শাখা এডাব্লিউএস ঘোষণা করেছিল, তারা আগামী পাঁচ বছরে ইতালিতে তাদের ডেটা সেন্টার কার্যক্রম সম্প্রসারণে ১.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।

ইতালি বর্তমানে এমন ডিজিটাল কোম্পানিগুলোর অনলাইন লেনদেন থেকে ৩ শতাংশ হারে কর আদায় করে, যাদের বৈশ্বিক বিক্রয় কমপক্ষে ৭৫০ মিলিয়ন ইউরো (৮৫৩.৩৫ মিলিয়ন ডলার)। তবে এই কর থেকে রাজস্ব আয় বছরে ৫০০ মিলিয়ন ইউরোরও কম।

বৈঠকের ইউরোপের অন্যান্য নেতাদের তুলনায় মেলোনির প্রতি ট্রাম্পের উষ্ণ মনোভাব আলাদা নজর কেড়েছে।

যুক্তরাষ্ট্র থেকে চাপ থাকলেও মেলোনির জোটের কিছু সদস্য বড় টেক কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রাখার পক্ষে। তারা ব্যয়বহুল নীতিমালা বাস্তবায়নে অতিরিক্ত ঋণ চাপানো ছাড়াই অর্থ সংগ্রহ করতে চান।

এদিকে ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি জানিয়েছেন, ডিজিটাল কর ইস্যুতে আলোচনা ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে নয়, সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে হবে। তিনি আগামী সপ্তাহে জি-২০ সম্মেলনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।