ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীকে ফোন করে কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
মোদীকে ফোন করে কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

কাশ্মীরে হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা হয়।

ফোনে মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান মোদী এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনার ভারতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।  

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ একটি পোস্টে এ তথ্য শেয়ার করেন।

পোস্টে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার বর্বরতার কথা জানিয়েছেন এবং অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

 

PM @netanyahu of Israel called PM @narendramodi and strongly condemned the terror attack on Indian soil. He expressed solidarity with the people of India, and the families of the victims. PM Modi shared the barbaric nature of the cross border terrorist attack and reiterated…

— Randhir Jaiswal (@MEAIndia) April 24, 2025

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ভারতের শোক ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রয়াসে জোর দেবেন।

গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন স্পট পহেলগাঁওয়ে বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে ২৬ জনকে হত্যা করে। হামলায় আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ও শোক প্রকাশ করা হচ্ছে।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন>> কাশ্মীর ইস্যুতে গোয়েন্দা ব্যর্থতা মানল মোদী সরকার

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।