পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তৎপরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। এক হুঁশিয়ারি বার্তায় তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনো বাড়াবাড়ি করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে।
রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি বলেন, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। যদি ভারত দুঃসাহস দেখায়, তাহলে উপযুক্ত ও শক্তিশালী জবাব পাবে।
তিনি আরও সতর্ক করেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ বন্ধের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্লেষকরা বলছেন, ভারত যুদ্ধের জন্য মুখিয়ে আছে, এবং তার ইঙ্গিত মিলছে ঝিলম নদীতে পানি ছেড়ে দেওয়ার ঘটনায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, ভারত পাকিস্তানকে কোনো ধরনের অবহিত না করেই ঝিলম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে। এর ফলে আজাদ কাশ্মীরে মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঝিলম নদী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর ও পরে পাকিস্তানের পাঞ্জাবে প্রবাহিত হয়। এটি সিন্ধু নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী।
আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ জেলা প্রশাসন জানিয়েছে, প্রবল পানির ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে।
হানিফ আব্বাসি বলেন, পহেলগাঁও হামলা শুধু একটি অজুহাত। প্রকৃতপক্ষে, ভারতের লক্ষ্য হলো ইন্দাস পানি চুক্তিকে ভঙ্গ করা। সীমান্তে সুরক্ষার পাশাপাশি কূটনৈতিক স্তরেও আমরা প্রস্তুতি নিয়েছি।
তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো সময় দেশের রেলপথ ব্যবহার করতে পারবে, এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এমজে
বাংলাদেশ সময়: ৩:২২ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /