ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় সামরিক অভিযান জোরদারের পরিকল্পনায় ইসরায়েলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, মে ৪, ২০২৫
গাজায় সামরিক অভিযান জোরদারের পরিকল্পনায় ইসরায়েলে বিক্ষোভ ইসরায়েলে বিক্ষোভ

তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে কয়েক হাজার ইসরায়েলি জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। গাজায় সামরিক অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার তারা বিক্ষোভ করেন।

খবর আল জাজিরার।  

সরকারের প্রতি তাদের আহ্বান ছিল, গাজায় সামরিক অভিযান আরও জোরদার করার পরিবর্তে যেন জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়।

নেতানিয়াহুর সরকার আরও ৬০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। এটি গাজায় সামরিক অভিযান তীব্র করারই ইঙ্গিত দেয়।  

বিক্ষোভকারীদের হাতে নানা প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ছিল। তাদের একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল, আমাদের স্বৈরাচারী শাসক মিথ্যাবাদী, তার কারণেই দেশ আগুনে পুড়ছে।  

ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের দাবি, জোরদার সামরিক অভিযান জিম্মিদের মুক্তির ক্ষেত্রে হামাসের ওপর চাপ সৃষ্টি হবে। তবে সমালোচকেরা বলছেন, এতে জিম্মিদের জীবন আরও বিপদের মুখে পড়বে।  

জিম্মিদের পরিবারগুলো এক বিবৃতিতে জানায়, সামরিক অভিযান জোরদারকরণ এবং গাজায় বন্দি থাকা তাদের প্রিয়জনদের ওপর এর প্রভাবের কথা ভেবে ছুটির দিন তারা বেশ উদ্বিগ্ন ছিলেন।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।