ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, জুন ১৪, ২০২৫
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণ

ইসরায়েলের হামলার জবাব দেওয়া শুরু করেছে ইরান। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তারা।

সতর্কতা হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তদসংলগ্ন এলাকায় সাইরেন বাজাচ্ছে।

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, তেল আবিবে বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। তবে এটা বিস্ফোরণের ফলে নাকি বিস্ফোরণ প্রতিহত করার চেষ্টা থেকে, তারা তা নিশ্চিত করতে পারেনি।  

ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে বিস্ফোরণ হয়েছে। হায়ুম জানিয়েছে, দেশটির ৭টি জায়গায় রকেট আঘাত হেনেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা হামলা প্রতিহত করার জন্য কাজ করছে। পাশাপাশি সর্বসাধারণকে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তারা ইসরায়েলের হামলার জবাব দেওয়া শুরু করেছে। ইসরায়েলকে লক্ষ্য করে তারা কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।


জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।