ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামী বিদেশে থাকলেও বিবাহ বিচ্ছেদ সম্ভব

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

কলকাতা: স্বামী বিদেশে থাকলেও বিবাহ বিচ্ছেদ সম্ভব বলে রায় দিয়েছে ভারতের চেন্নাই হাইকোর্ট।

দেখা গেছে, প্রবাসী স্বামীদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা লড়তে গিয়ে নানা অসুবিধায় পড়েন মহিলারা।

এসব স্বামী আদালতে হাজির হতে না পারা কিংবা ইচ্ছে করে হাজির না হওয়ায় মামলা অনন্তকাল ধরে চলে। এ দীর্ঘসূত্রতা এড়াতেই এ রায় দিয়েছে চেন্নাই হাইকোর্ট।

চেন্নাই হাইকোর্টের বিচারপতি এলিপ ধর্মরাও ও বিচারপতি কে কে শশীধরনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রায়ে জানায়, ভারতের হিন্দু বিবাহ আইনের সংশোধিত ১৯ নম্বর ধারায় ভারতীয় মহিলারা বিদেশি নাগরিক স্বামীদের থেকে বিবাহ বিচ্ছেদ পেতে আদালতের দ্বারস্থ হতে পারেন। কিন্তু বেশ কিছু ক্ষেেএ স্বামীরা আদালতে উপস্থিত না হয়ে বিচ্ছেদ চাওয়া স্ত্রীদের হেনস্থা করেন। এবার থেকে এই ধরনের ঘটনার নিষ্পত্তি ভারতেই হবে। ’

রায়ে আরও বলা হয়, হিন্দু বিবাহ আইনে বিয়ে হলে একই আইনে বিবাহ বিচ্ছেদের অধিকার দেশের আইনে সুরতি। এবার ভারতেই বিদেশি স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ মামলা করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।