ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত শাসিত কাশ্মীরে হাজার হাজার বিদ্রোহীর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০

শ্রীনগর: ভারত শাসিত কাশ্মীরের মূল শহরের কেন্দ্রে বৃহস্পতিবার হাজার হাজার প্রতিবাদকারী জড়ো হয়ে বিক্ষোভ করেছে। গত পাঁচ দিনের মধ্যে প্রথমবারের মত কর্তৃপক্ষ কারফিউ তুলে নেওয়ার পর তারা এ বিক্ষোভ প্রদর্শন করে।

খবর এএফপি’র।

বৃহস্পতিবার শ্রীনগরের অধিকাংশ জায়গায় প্রতিবাদকারীরা ‘আমরা স্বাধীনতা চাই’ ও ‘আল্লাহ মহান’ স্লোগান দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমার গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা আবারও কারফিউ জারি করবো। ’

প্রতিবাদের ডাক দেওয়ায় পঞ্চম দিনেও দোকান-পাট, স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ ছিল।

এদিকে নিরাপত্তা বাহিনীর হাতে ১৭ বছরের এক শিক্ষার্থী নিহত হওয়ার অভিযোগে গত ১১ জুন থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ এলাকায় বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় সেখানে আরও ১৪ প্রতিবাদকারী ও বেসামরিক ব্যক্তি নিহত হন।

এসব ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ায় অধিকাংশ এলাকায় কারফিউ জারি করাসহ অনেক কর্মীকে আটক করে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী শ্রীনগরের রাস্তায় সেনা মোতয়েন করা হয়।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।