জস: মধ্য নাইজেরিয়ার খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রামে উগ্রপন্থি মুসলিমদের হামলায় আট জন নিহত হয়েছেন। প্লাতোউ রাজ্যের রাজধানী জস শহর থেকে ১৪ কিলোমিটার দূরে মাজ্জাহ গ্রামে শনিবার এ হামলার ঘটনা ঘটে।
লেফটেন্যান্ট কর্নেল কিংসলি উম বলেন, “আট জন নিহত হওয়ার ঘটনাটি সত্যি। ” হামলার সময় সাতটি বাড়ি ও একটি গির্জায় আগুন ধরিয়ে দেয়া হয়।
কর্নেল উম জানান, শনিবার ভোর ১.৩০টা থেকে ৫.৩০ এর মধ্যে ফুলানি মুসলিমরা মাজ্জাহ এলাকায় প্রবেশ করে। ঘুমিয়ে থাকা গ্রামবাসীদেরকে ঘরের বাইরে বার করার জন্য প্রথমে তারা আকাশে এলোপাথারি গুলি ছোঁড়ে। “সাতজনকে তখনই দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আরো তিনজন গুরুতরভাবে আহত হন। এদের মধ্যে একজন পরে মারা যান। ”
সহিংসতা বৃদ্ধি ঠেকানোর জন্য এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে শহরটি শান্ত ছিলো।
সরকারি কর্মকর্তা গিয়াং পোয়াজক খ্রিস্টান গ্রামে হামলার ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী তৎপরতা’ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার জস শহরটিকে দীর্ঘদিন ধরে জাতিগত ও ধর্মীয় সংঘর্ষের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ১৫ কোটির জনসংখ্যার দেশটিতে মুসলিম ও খিস্টান নাগরিকের সংখ্যা সমান। স্থানীয় মানবাধিকার দলগুলির মতে ধর্মীয় সংঘর্ষের কারণে শুধুমাত্র জশ অঞ্চলেই এ বছর এখনো পর্যন্ত ১৫০০ মানুষ নিহত হয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০